কুমিল্লায় নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় নারী দিবস উপলক্ষে “টেকসই আগামীর জন্য, জেতার সমতাই আজ অগ্রগন্য” এই প্রতিপাদ্যে বিকশিত নারী নেটওয়ার্ক ও জেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে আলোচনা সভা, সাধারন জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
রোববার নগরীর ফরিদা বিদ্যায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
বিকশিত নারী নেটওয়ার্ক এর সভাপতি রাশেদা আখতারের সঞ্চালনায় বিদ্যারয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী কামাল, মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লার সাবেক উপ-পরিচালক সেলিনা আক্তার, সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা, সাংবাদিক মোঃ সাইফ উদ্দিন রনী, জেলা পরিষদ সদস্য সালমা মজুমদার বিউটি, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, সাবেক ভাইস-চেয়ারম্যান নাদেরা পারভীন, জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য জোসনা আক্তার।
দি হাঙ্গার প্রজেক্ট ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট এর কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন, বিকশিত নারী নেটওয়ার্ক এর সাধারন সম্পাদক শাহানা হক, শিক্ষা নবীস আইজীবী হাজেরা আখতার ববিসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীবৃন্দ।

Post Under