নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সকল নির্বাচনেই আওয়ামী লীগ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়নমূলক কর্মকান্ড করেছে এবং তার সুফল জনগন ভোগ করছে। এর ফলে জনগন স্বাভাবিকভাবে জননেত্রী শেখ হাসিনা প্রতি আস্থাশীল,শেখ হাসিনার প্রতীকের প্রতি আস্থাশীল। এ কারণে সকল নির্বাচনে জয়ের বিষয়ে আমরা শতভাগ আশাবাদী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের বুড়িচং ডুবাইরচর এলাকায় ‘হোটেল নূর মহলে’ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও দলীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে কুমিল্লা সিটি কর্পেরেশন নির্বাচনে নৌকার জয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে হানিফ আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিবে না বলে বিভিন্ন জায়গায় দলীয় প্রতীক বাদ দিয়েই নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি কথায় কথায় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। মিথ্যা সমালোচনা করাই তাদের কাজ। তারা (বিএনপি) সরকারের উন্নয়ন সহ্য করতে পারছে না। এ দল জনগণের কাছে যাওয়া কিংবা ভোট চাওয়ার মতো কোন আপিল নেই। বিএনপি সকালে এক কথা, বিকেলে এক কথা বলে মিথ্যাচার করতে করতে বাংলাদেশের জনগনের কাছে প্রতারক দলে পরিনত হয়েছে। তারা বলে নির্বাচনে অংশ নিবে না,তারা বিভিন্ন জায়গায় নির্বাচনে অংশ নিচ্ছে। দলীয় প্রতীক বাদ দিয়ে তারা অংশ নিচ্ছে । এটা জনগনের সাথে প্রতারনা করার শামীল। তারা রাষ্ট্রক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে জনগনের সম্পদ লুটপাট করেছিল। তারা অন্যায় অবিচার করেছিল। আওয়ামী লীগের উপর নির্যাতন চালিয়ে ২৬ হাজার দলীয় নেতা-কর্মী হত্যা করেছিল। একটা কোন পপুলার কর্মকান্ড করেছিল এমন নজির দেখাতে পারে না। আবার ক্ষমতার বাহিরে থাকতে ২০১২ -২০১৫ সালে তারা সারা দেশে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে যে তান্ডবতা চালিয়েছিল স্বাভাবিকভাবে তারা জনগন থেকে বিচ্ছন্ন। সকাল বিকাল মিথ্যাচার করে আওয়ামী লীগের বিষাদাগার করাই তাদের কাজ।
গতকাল সকালে ‘হোটেল নূর মহল’ এ মহানগর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রিয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল্লাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত নন্দী রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুর সবুর। এসময় মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ২৭ ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক , অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর-চেয়ারম্যান ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মতবিনিয় সভায় সভায় হানিফ দলীয় নেতৃবৃন্দকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রসঙ্গত, সিটি নির্বাচনে নগরীতে সংসদ সদস্য বাহারের অবস্থান ও প্রচারণা নিয়ে গত বুধবার নির্বাচন কমিশনের দেয়া বিধি নিষেধের কারণে সিটি থেকে অন্তৎ ১৫ কিলোমিটার দূরে এ সভা অনুষ্ঠিত হয়।