কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ সৈয়দ আশরাফুল আলম (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, মঙ্গলবার ভোরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ওই চোরাকারবারিকে গ্রেফতার করেন তারা। ওই চোরাকারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে বিপুল পরিমাণ আতশবাজী বাংলাদেশে এনে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।