কুমিল্লায় মস্তক বিহীন লাশের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার
কুমিল­ায় ধানক্ষেত সংলগ্ন ডোবা থেকে বস্তাবন্দি দ্বিখন্ডিত মস্তকবিহীন মৃত দেহের রহস্য উন্মোচন করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ। গত সোমবার (৮ নভেম্বর) জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের মনশাসন (পশ্চিম পাড়া) এলাকা থেকে মস্তকবিহীন অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া লাশটি ছিলো সায়মন (২১) নামের পিকআপ ভ্যান চালকের। সায়মন ইউনিয়নের শরৎনগর (কাবিলা) কাজীবাড়ি এলাকার নূরুল ইসলামের (৪৫) ছেলে। সেই পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন।
মৃতের পিতা মোঃ কাজী নুরুল সলাম, কুমিল­া কোতয়ালী, থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ শাহির শাহরিয়ার (মাজহারুল) (২২), নামের একজনকে আটক করে। আটককৃত শাহির শাহরিয়ার এর বাড়ি কুমিল্লা সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়নে, সে মোঃ রফিক এর ছেলে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল আজিম জানান, আটককৃত ব্যাক্তি জিজ্ঞাসাবাদে সায়মনকে খুনের কথা স্বিকার করে। তিনি জানান আসামি শাহির শাহরিয়ার (মাজহারুল) এর দেওয়া তথ্য মতে খুনের সময় ব্যবহৃত ১টি লোহার তৈরি ছেনি, ১টি হেস্কু ব্লেড, ১টি সিলভার রংয়ের হেস্কু ব্লেড, ১টি সিলভার রংয়ের স্টীরের ছুরি, ১টি কালো রংয়ের সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ। তিনি জানান, শাহির শাহরিয়ার (মাজহারুল) আদালতে সায়মনকে খুনের কথা স্বিকার করেছে।

 

Post Under