কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী। বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে বাঙালি জাতির জনক, মহান নেতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দোয়া ও মোনাজাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যের আত্মার মাগফেরাত কামনা করছে কুমিল্লাবাসী। এছাড়া বিভিন্ন উপাসনালয়েও প্রার্থনায় স্মরণ করা হচ্ছে বাঙালির মহানায়ককে। কুমিল্লায় দিবসটি উপলক্ষ্যে সকালে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংষদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মো: ফারুক আহম্মেদ, সিটি কর্পোরেশনের মেয়র মো: আরফনুল হক রিফাত, জেলা পরিষদ চেয়ারম্যান মো: আবু তাহের, কুমিল্লা মহানগর আওয়ামীলীগসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাতবরন করা জাতির জনক ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

Post Under