কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৯,৫০০ প্যাক অবৈধ সিগারেট উদ্ধার, গ্রেপ্তার-২

একটি মাইক্রোবাস জব্দ

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ নভেম্বর সকালে কুমিল্লা নগরীর ৭নং ওয়ার্ডের অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫০০ প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার করেছে। সরকারী ষ্ট্যাম্প জাল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে মাইক্রোবাসে করে উক্ত সিগারেট বাজারজাত করার সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মুন্সিরহাট গ্রামের মৃত রাজ্জাক উদ্দিনের ছেলে মোঃ ইউসুফ আলী (২১) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পৌটকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন (৩০)।
গ্রেফতারকৃদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সরকারী ষ্ট্যাম্প জাল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। এক্ষেত্রে অবৈধ সিগারেট বাজারজাত করার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post Under