কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভ্রাম্যমাণ বইমেলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও পাঠাগার আন্দোলন বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় মুজিব শতবর্ষ ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও পাঠাগার আন্দোলনের পথিকৃৎ মালিক খসরু, পিপিএম।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি শুভাশিস ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর দক্ষিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, ভ্রাম্যমাণ বইমেলার পৃষ্ঠপোষক, কবি ও ঔপন্যাসিক মাসুম হামীদ।
পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর সমন্বয়ক মোঃ ইমাম হোসাইনের সঞ্চালনা উপজেলার কালীবাজার উচ্চ বিদ্যালয়, শুয়াগাজী টি,এ,হাইস্কুল এন্ড কলেজ, চাঁদপুর জনতা উচ্চ বিদ্যালয় ও লোলবাড়িয়া হাইস্কুলে বইমেলার আয়োজন করা হয়।
ভ্রাম্যমাণ বইমেলায় অতিথিরা ঔপন্যাসিক মাসুম হামীদের “প্রেম পূর্ণিমার ছোঁয়া ” ও কবি লায়লা আরজুমান শিউলীর ” মহাকালের মহাকবি ও স্রাবনের বৃষ্টি এলো ” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

Post Under