কু‌মিল্লা আদর্শ সদর উপ‌জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বীরমু‌ক্তি‌যোদ্ধা কাজী আবুল বাসার‌ সভাপ‌তি ও তা‌রিকুল ইসলাম জু‌য়েল‌ সাধারণ সম্পাদক

‌নিজস্ব প্রতি‌বেদক
আওয়ামীলী‌গের বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি‌নিয়ার মোঃ আবদুস সবুর ব‌লে‌ছেন, খু‌নের রাজনী‌তি জিয়া রহমান শুরু ক‌রে‌ছে ।তা‌দের কা‌ছে বাংলা‌দেশ নিরাপদ নয়। খা‌লেদা‌ জিয়ারা বাংলা‌দেশ‌কে পা‌কিস্তান বানা‌তে চায়। বঙ্গবন্ধুর আদ‌র্শের নেতাকর্মীরা বেঁচে থাক‌তে তা হবেনা।

রোববার কু‌মিল্লা আদর্শ সদর উপ‌জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক  সম্মেলনে তিনি এসব কথা বলেন। কু‌মিল্লা নগ‌রের টাউনহল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইঞ্জি‌নিয়ার মোঃ আবদুস সবুর বলেন, ‌বিএন‌পি ২১হাজার নেতাকর্মী‌দের হত্যা করেছে। বার বার দূর্নী‌তিতে চ্যাম্পিয়ন  হয়েছে। ও‌দের কাছে তত্ত্বাবধায়ক সরকার মানায় না। বাংলা‌দে‌শে আর তত্ত্বাবধায়ক সরকার আর আস‌বে না।

এর আগে সকালে কু‌মিল্লা আদর্শ সদর উপ‌জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার এর সভাপতিত্বে কু‌মিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ,ক,ম বাহাউ‌দ্দিন বাহার সন্মেলন উদ্ধোধন করেন। আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বিএনপির উদ্দেশ্যে এমপি বাহার বলেন, শান্তির কুমিল্লায় কাউকে মাস্তানি করতে দেয়া হবেনা, আন্দোলন করেন গণতান্ত্রিক উপায়ে কেউ আপনাদের কিছু বলবেনা, রাতের আধারে আওয়ামী-নামধারী মুনাফেকদের নিয়ে যান সমস্যা নেই, কিন্ত কুমিল্লার একটি মানুষের উপর যদি আঘাত আসে তাহলে আপনাদের অস্তিত্ব বিলীন করে দেয়া হবে। স‌ম্মেল‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন কু‌মিল্লা সি‌টিক‌র্পো‌রেশ‌নের মেয়র ও মহানগর আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, ‌জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি ও জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ম‌ফিজুল ইসলাম বাবলু , বীরমু‌ক্তি‌যোদ্ধা নাজমুল হাসান পাখী, মহানগর আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি জ‌হিরুল ইসলাম সে‌লিম, সদর উপ‌জেলা চেয়ারম্যান এড আ‌মিনুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক তা‌রিকুর রহমান জু‌য়েল, যুগ্ন সম্পাদক আহ‌মেদ নিয়াজ পা‌ভেল, সা‌বেক চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল সহ আওয়ামীলী‌গের নেতৃবৃন্দরা।
এদিকে সম্মেলনে ৬‌টি ইউ‌নিয়‌ন আওয়ামীলী‌গের নেতাকর্মীরা ঢল নামে নগ‌রের টাউনহল অংশ নেন। টাউনহল মাঠের। প্যান্ডেলে দলের কর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ মিছিল নিয়ে, উৎসব উ‌দ্দীপনায় ঢাকঢোল বাজিয়ে সম্মেলনস্থলে আসেন।
সম্মেলন স্থল নেতাকর্মী শ্লোগা‌নে মুখ‌রিত হ‌য় ও উৎসবের আমেজ বিরাজ ক‌রে।

Post Under