কুমিল্লা জেলা বারের ক্রিকেট টুর্ণামেন্টে জয়ী লিগ্যাল ওয়ারিয়র্স

এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা জেলা আইনজীবী সমিতি আয়োজিত কুমিল্লা ডিস্ট্রিক বার এসোসিয়েশন(সিডিবিএ) দ্বিতীয় টি -১০ প্রিমিয়ার লীগের জমকালো ফাইনালে লেজিস লিগ্যাম জায়ান্টস্ কে হারিয়ে জয়ী হয়েছেন লিগ্যাল ওয়ারিয়র্স। ১৭ জানুয়ারি বুধবার বিকেলে কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতীর তীরে শেখ কামাল ক্রীড়া পল্লীতে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিতস হয়। ঢাক-ঢোল আর বাঁশিতে আনন্দ উল্লাসে মেতে উঠেন জুনিয়র সিনিয়র আইনজীবীরা। খেলায় প্রচুর দর্শকের সমাগম লক্ষ করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মো: আবদুল মান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান সহ বিচার বিভাগের কর্মকর্তাগণ। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আহসান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাদারণ সম্পাদক এডভোকেট মো: আবু তাহের। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পিপি এডভোটে জহিরুল ইসলাম সেলিম, সাবেক পিপি ও টিম ম্যানেজার মোস্তাফিজুর রহমান লিটন, লিগ্যাল ওয়ারির্স এর ক্যাপ্টেন জিয়াউল হাসান চৌধুরী সোহাগ, লেজিস লিগ্যাম জায়ান্টস্ এর ক্যাপ্টেন সাইফুল ইসলাম প্রমুখ। অনুণ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিক্রিয়েশান সেক্রেটারি কাজী আবদুল কাইয়ুম মিন্টু, এনরোলমেন্ট সেক্রেটারি সহিদুল ইসলাম টিপু, এজিএস ইয়াকুব আলী ভূইয়া, কোষাধ্যক্ষ নোবিন্দু বিকাশ সর্বাধিকারী প্রমুখ। তাছাড়া অনুষ্ঠানে কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিন বলেন, আইনজীবীরা অনেক চমৎকার খেলা উপহার দিয়েছে। ফাইনাল খেলা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। খেলায় শৃঙ্খলা ছিল। কোয়ালিটি সম্পন্ন খেলোয়ার আইনজীবী সমিতিতে রয়েছে। আগামিতে জেলার বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে একটি দল করে আইনজীবী সমিতির দলের সাথে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজনের ঘোষণা দেন তিনি। সবশেষে টুর্ণামেন্টের বিজয়ী-বিজিত দলের খেলোয়ার সহ অসাধারণ কৃতিত্ব দেখানো খেলোয়ারদের পুরস্কৃত করা হয়। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট সহ সেরা খেলোয়েরের পুরস্কার গ্রহণ করেন জামিল আহমেদ রাতুল।

Post Under