এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা নগরীতে গত ২৪ ঘন্টায় ৫০জন সহ জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৭জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার কুমিল্লা নগরীতে ৬২জন সহ জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০৫ জন।
কুমিল্লায় গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের হার উর্ধ্বমূখী। গত ২৪ ঘন্টায় ১৪৩ জনের রিপোর্ট প্রেরণ করা হয়। অপরদিকে একই সময়ে ৪৪৫টি রিপোর্ট পাওয়া যায়। কুমিল্লায় শুক্রবার করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৬ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ২২ শতাংশ। গত ২৪ ঘন্টায় মারা গেছেন চার জন। অপরদিকে, সুস্থ্য হয়েছেন ৬৮জন।
আরো পড়ুনঃ
করোনা শনাক্তের ভিত্তিতে দেশের ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে কুমিল্লা অন্যতম।