জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার স্টেশন রোড, বাদশা মিয়ার বাজার ও শাসনগাছা এলাকার তেল-চিনিসহ নিত্যপণ্যের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এমআরপি ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অভিযোগে স্টেশন রোড এলাকার মেসার্স হুমায়ুন ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে একই এলাকার কাজী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বাদশা মিয়ার বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় জয়গুরু ফার্মেসীকে ৫ হাজার টাকা একই অভিযোগে জিদান ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শাসনগাছা এলাকায় অনুমোদনহীন সস জব্দ করে ধ্বংস করা হয় এবং হোটেল মালিককে সতর্ক করা হয়। আজ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে মোট ৪ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি নতুন এমআরপি রেটের ভোজ্যতেল বাজারে সরবরাহের বিষয়টিও তদারকি করা হয়। বেলা সাড়ে ১০টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।