কুমিল্লা নগরীর রাণীরবাজরে ভোক্তা অধিকারে ১০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা নগরীর রাণীরবাজরে ভোক্তা অধিকারে ১০ হাজার টাকা জরিমানা

আসন্ন রমজান মাস‌কে সাম‌নে আজ ০১ এ‌প্রিল বেলা সা‌ড়ে দশটা থে‌কে দেড়টা পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলা‌মের নেতৃত্বে গ‌ঠিত তদার‌কি টিম নগরীর রানীর বাজার এলাকায় তদার‌কি অ‌ভিযান ও মাই‌কিং করা হ‌য়ে‌ছে ।

অ‌ভিযা‌নে ভোক্তা অধিকার বিরোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় অ‌ধিদপ্ত‌রের প্রশাসনিক এখ‌তিয়া‌রে ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় পাইকা‌রি ক্রয়ের র‌শিদ সংরক্ষণ, দৃশ‌্যমান স্থা‌নে নিয়‌মিত মূল‌্যতা‌লিকা লটকা‌নো, মিথ‌্যা ঘোষণা দি‌য়ে ভোক্তা‌দের সা‌থে প্রতারণা না করা ও ক্রেতা-‌বি‌ক্রেতা উভয়‌কে মাস্ক ব‌্যবহা‌রে উদ্বুদ্ধ কর‌তে মাই‌কিং করা হয়ে‌ছে। কু‌মিল্লার সু‌যোগ্য জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসা‌নের দিক নি‌র্দেশনায় প‌রিচা‌লিত এ অভিযানে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং এএসআই আমজা‌দের নেতৃ‌ত্বে কোতয়া‌লি ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Post Under