কুমিল্লা প্রতিনিধি।।
আরো পড়ুনঃ
পাসপোর্ট অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে সেবাগ্রহীতাকে মারধরের বিষয়টি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। কুমিল্লার ১ নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন এই আদেশ দেন। পিবিআই কুমিল্লার পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহফুজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রমতে,কুমিল্লায় পাসপোর্ট অফিসে ১৮ এপ্রিল তিন সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগ ওঠে উপ-পরিচালক নুরুল হুদার বিরুদ্ধে। এ ঘটনার বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে দুইজন সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়। ভিডিও ধারণের সময় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এমন একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা আদালতের নজরে আসে। ২৬ এপ্রিল কুমিল্লা ১ নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন স্বত:প্রণোদিত হয়ে র্যাবকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে তদন্তের ভার পড়ে পিবিআইয়ের ওপর। ১২ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই কুমিল্লার পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহফুজ। প্রাথমিক সত্যতার ওপর ভিত্তি করে গত ১৬ আগস্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন পাসপোর্ট অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালকের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে সমন ইস্যুর নির্দেশ দেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আদেশ লিপি প্রেরণের নির্দেশ দেয় আদালত। সমন তামিলের জন্য পরবর্তী ১৮ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়।