কাতিব হাসান মুরাদ, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ ১৫ আগষ্ট (শনিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকালে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পন শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমরান কবির চৌধুরী বলেন, ‘বৈশ্বিক মহামারীর কারণে সীমিত পরিসরে জাতীয় শোক দিবস পালনের কথা বলা হলেও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে উপস্থিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। ‘
তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় দূরের কথা আমরা আত্মমর্যাদা নিয়েও বেঁচে থাকতে পারতাম না। ১৯৭৫ সালে এই দিনে আমরা অকৃতজ্ঞ বাঙালি আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করি । এ হত্যার দায় শুধুমাত্র কয়জন খুনির নয় তখনকার সাড়ে সাত কোটি বাঙালির। তাঁর মৃত্যুতে বাঙালি অন্ধকারে নিমজ্জিত হয়েছিল।’
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের সহ শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা৷
জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, একাডেমিক ভবন ও ডরমেটরিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম ও বাদ যোহর মিলাদের আয়োজন করা হয়।