কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং কনটেস্ট

কাতিব হাসান মুরাদ, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সিএসই সোসাইটির উদ্যোগে প্রোগ্রামিং কনটেস্টের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে অনলাইনে এ কনটেস্ট শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কনটেস্টের পরিচালক সিএসই সোসাইটির আহ্বায়ক সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্ত্তী।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা প্রোগ্রামিংয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, এটাই আমাদের প্রত্যাশা। আন্তঃবিশ্ববিদ্যালয়‚ আঞ্চলিক ও দেশীয়- এই ধাপগুলো শেষে আন্তর্জাতিক পর্যায়ে তারা সাফল্যের ধারা অব্যাহত রাখতেই আমাদের আজকের আয়োজন। কনটেস্টটি আমাদের বিশ্ববিদ্যালয় ল্যাবে আয়োজনের কথা ছিল। কিন্তু দেশে করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না।’

শুক্রবার বিকেল ৩টা থেকে পরবর্তী ৪ ঘন্টা অনলাইনে এই কনটেস্ট চলবে। এতে মোট ৫১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

ব্যক্তি পর্যায়ের এ কনটেস্টে বিশ্ববিদ্যালয়ের ১১তম থেকে ১৪তম ব্যাচের যেকোনো শিক্ষার্থী অংশ নেয়ার সুযোগ রয়েছে। কনটেস্টে বিজয়ী প্রথম তিনজনের পুরস্কারের পাশাপাশি অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হবে।

Post Under