কুমিল্লা বোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তী

এমদাদুল হকে সোহাগ:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন রীতা চক্রবর্তী। তিনি কুমিল্লা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। এর আগে তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।

গতকাল সোমবার ১০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, আগামি ১৩ জুনের মধ্যে সহযোগী অধ্যাপক রীতা চক্রবর্তীকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।
জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো: আজহারুল ইসলাম গত ২৯ মে কুমিল্লা বোর্ডে শেষ কর্মদিবস পালন করেন। পরদিন তিনি পিআরএল গেলে ওই পদটি শূণ্য হয়।

Post Under