কুমিল্লা সিটি নির্বাচনে দুই প্রার্থীর অনুসারীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ

এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠেছে ভোটের মাঠ। এবার কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনার বাস প্রতীক ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর টেবিল ঘড়ি প্রতীকের অনুসারীদের পাল্টাপাল্টি হামলা ও মারধরের অভিযোগ ওঠেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন।
ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু সোমবার রাতে নগরীর নানুয়ার দিঘীরপাড় এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোমবার বিকেলে নগরীর বাগিচাগাঁও এলাকায় নির্বাচনী বৈঠক চলাকালে বোরকা পড়ে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সময়ে আমার মালিকানাধীন রেইসকোর্স এলাকায় রেড রুফ ইন হোটেলে বাস প্রতীকের প্রার্থীর অনুসারীরা হামলা চালিয়ে আমার তিন কর্মীকে আহত করে।

অপরদিকে সোমবার বিকেলে রেইসকোর্স এলাকায় বাস প্রতীকের কর্মী ও কুমিল্লা সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদসহ তিনজনের ওপর টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কুর অনুসারীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ জানান, বাস প্রতীকের প্রচারণাকালে সাক্কুর অনুসারীরা তিনিসহ তার নেতা-কর্মীদের ওপর হঠাৎ হামলা চালায়। এতে তিনিসহ শাহিনুর রহমান ও মো: কামরুল ইসলাম আহত হয়েছেন। তাঁর ডান হাতে পাঁচ ছয়টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় তিনি আজ মঙ্গলবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ বিষয়য়ে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগও দাখিল করেছেন বলে জানান ওই কাউন্সিলর।

এসময় মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি মো: লুৎফুর রহমান সহ কুমিল্লার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামি ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট চারজন প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন।

Post Under