কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচং রামপুরে ফেন্ডস এলপিজির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সিলেট মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকায় উদ্বোধন করা হয়েছে ফ্রেন্ডস এলপিজি এন্ড কনভার্সন সেন্টারের। রবিবার গোধুলীলগ্নে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মো: আললাখ হায়দার। এসময় কুমিল্লা নগরীর ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরে আলম ভূইয়া, জিহান গ্রুপের চেয়ারম্যান শাহজাদা রনি, ভারেল্লা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রব, হাজী হাফিজুর রহমান মাস্টার, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফারুক, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামালীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মেম্বার, তহসিলদার শাহ আলম, মোস্তফা, কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সহসভাপতি জাকির হোসেন, সেলিম আহমেদ, দপ্তর সম্পাদক মাসুম আলম পলাশ, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভূইয়া, মাহাবুবুর রহমান সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো: আখলাক হায়দার বলেন, এলপিজি ব্যবহার করলে গাড়ির ইঞ্জিন অনেক ভালো থাকে। পরিবেশ বান্ধব ও দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকেনা। সরকার দেশের উন্নয়নের সাথে সাথে প্রযুক্তিরও উন্নয়ন করছেন। তিনি সকলকে এলপিজি ব্যবহারের পরামর্শ দেন।

Post Under