কুমিল্লা-৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন আবুল হাসেম খান

এমদাদুল হক সোহাগ
কুমিল্লা-৫ নির্বাচনী আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্ধের নির্ধারিত তারিখ ছিল ২৪ জুন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: জসিম উদ্দিন মনোনয়ন পত্র জমা দেয়ার পর যাচাই বাছাইয়ে তা বৈধ হয়। পরবর্তীতে জাতীয় পার্টীর প্রার্থী মো: জসিম উদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হন আবুল হাসেম খান। যেহেতু প্রার্থী একজন সেক্ষেত্রে প্রতীক বরাদ্ধ করেননি জেলা প্রশাসক। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বৃহস্পতিবার জাননা, যেহেতু প্রার্থী একজন সেজন্য প্রতীক বরাদ্ধের কিছু নেই। আমরা নির্বাচন কমিশনে বিষয়টি প্রস্তাব পাঠাবো। নির্বাচন কমিশন আবুল হাসেম খানকে এমপি নির্বাচিত করে গেজেট প্রকাশ করবেন।

Post Under