গ্রেটার কুমিল্লা:
মৃত্যুর মিছিল থামছেনা কুমিল্লায়। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন পুরুষ ও একজন মহিলা এবং করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়।
এনিয়ে হাসপাতালটিতে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেলেন ১৬৬ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ২৮ ও উপসর্গ ছিলো ১৩৮ জনের। বর্তমানে সেখানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১৫ জন রোগী। এদের মধ্যে করোনা পজিটিভ ৩৯ আর করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৬ জন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, করোনার চিকিৎসার জন্য ডেডিকেটেড এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩ জন, কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগল্ডা গ্রাম, কুমিল্লা সদর দক্ষিণ ও মুরাদনগরে এক জন করে মারা গেছেন। আর করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে কুমিল্লার লাকসামের শেফালী বেগম (৫০) এবং বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৪৫) মারা গেছেন।