কোভিড হাসপাতালে এমপি বাহারের উন্নতি প্রযুক্তির তিনটি বেড প্রদান

গ্রেটার কুমিল্লা:
চীন সহ উন্নত দেশে গুলোতে করোনা মহামারি আঘাত হানার পর থেকেই কুমিল্লাবাসীকে সতর্ক করেছেন, প্রচারপত্র বিলি করেছেন এমপি বাহার। নেতাকর্মীদের মাধ্যমে নির্বাচনী এলাকায় প্রচারপত্র বিলি করেছেন। বাংলাদেশে করোনা আঘাত হানার পর কুমিল্লা বাসীর জন্য কুমিল্লায় অবস্থান করেছেন। করোনা বিস্তার রোধে দমকল বাহিনীর সাথে ছিটিয়েছেন জীবানুনাশক। কুমিল্লাবাসীকে ঘরে থাকতে ও নিরাপদে থাকতে দিয়েছেন ভিডিও বার্তা। কুমিল্লাবাসী যাতে সহজে করোনা পরীক্ষা করাতে পারেন সেজন্য পিসিআর মেশিন সহ ল্যাব স্থাপন করার উদ্যোগ নেন। পরবর্তীতে করোনা ডেডিকেটেড হাসপাতাল, আইসিইউ বেড স্থাপনের উদ্যোগ নেন। সব কছুই করেছেন কুমিল্লা বাসীর জন্য। এমপি বাহারের দুরদর্শিতায় আজ আশ পাশের জেলা সহ কুমিল্লার ৬০ লাখ জনগন সুফল ভোগ করছেন।
এরই মধ্যে গতকাল কুমিল্লা মেডিকেল কলেজের করোনা ইউনিটে সর্বোচ্চ প্রযুক্তির তিন টি আইসিইউ বেড দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
সোমবার সকালে এমপি বাহারের পক্ষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুজিবুর রহমানের কাছে বেড গুলো হস্তান্তর করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারন সম্পাদক ডা. মোর্শেদুল আলম ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।
এমপি বাহারের প্রদান করা ভেন্টিলেটর বেড গুলো হাই ফ্লো নেজাল কেনোলা সংযুক্ত সর্বোচ্চ প্রযুক্তির। যা দেশের দুএকটি হাসপাতালে রয়েছে, এর চিকিৎসা ব্যয়ও অনেক বেশি। এমপি বাহারে দেওয়া এই ভেন্টিলেটর বেড গুলোতে সহজে কুমিল্লার সকল মানুষ উন্নত চিকিৎসা নিতে পারবে।
কুমিল্লা কোভিড হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বেড়ে ১৮ টি হয়েছে।
এ বিষয়ে এমপি বাহার বলেন, দেশে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই আমি কুমিল্লায় অবস্থান করছি, আমার কাছে কুমিল্লার মানুষ আগে। করোনা আক্রান্ত মানুষ যাতে চিকিৎসা সেবা পায় সেজন্য আমি করোনা হাসপাতাল সহ আইসিউ বেডের ব্যবস্থা করেছি। আমার দেওয়া এই তিনটি ভেন্টিলেটর বেড হাই ফ্লো নেজাল কেনোলা সংযুক্ত সর্বোচ্চ প্রযুক্তির। যা আইসিইউ ইউনিটকে সমৃদ্ধ করবে।

Post Under