গণঅভ্যুত্থানে ঢাকায় আহত কসবার ২জন পেলেন অনুদান

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারীভাবে আর্থিক অনুদান পেলেন জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত দুইজন। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম দুই আহতের পরিবারের কাছে আর্থিক সহায়তাবাবদ চেক হস্তান্তর করেন। দুই ক্যাটাগরিতে দুইজন আহত ব্যক্তি তিন লক্ষ টাকা অনুদান পেয়েছেন। এ সময় কসবা উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে সরকার পতনের গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ঢাকায় আহত হয়েছিলেন কসবা উপজেলার ৮ জন ও নিহত হন একজন। পরে সরকারের নির্দেশনা অনুযায়ী তালিকা পাঠায় উপজেলা প্রশাসন। তাদের মধ্যে গুরুতর আহত ছিলেন উপজেলা রাইতলা গ্রামের আল আমিন। এখনো সে ক্ষতের যন্ত্রনা বয়ে বেড়াচ্ছে। বৃহস্পতিবার আটজন আহতের মধ্যে থেকে দুই জনের নামে সরকারী আর্থিক অনুদানের চেক এসেছে উপজেলা প্রশাসনের নিকট। তাদের মধ্যে “এ” ক্যাটাগরিতে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান পেয়েছেন উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের মিয়া বাড়ির মো. সোহেল মিয়ার ছেলে মো. শাকিল মিয়া ও “বি” ক্যাটাগরিতে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন মুলগ্রাম ইউয়িনের জয়পুর গ্রামের আবদুল আলিম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। এ ছাড়া রাইতলা গ্রামের আহত আল আমিন সরকারী আর্থিক অনুদান না পেলেও সম্প্রতি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি’র পক্ষ থেকে ১ লক্ষ টাকা ও অন্যান্য ব্যক্তি ও সংস্থার আর্থিক সহায়তা পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, গত বছরে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত এই উপজেলার ৮ জনের মধ্যে দু্ই জনের নামে দুই ক্যাটাগরিতে তিন লক্ষ টাকা বরাদ্দ এসেছে। বৃহস্পতিবার আহতদের পরিবারের নিকট সেই অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

 

Post Under