কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের
ভুয়া সাংবাদিক পরিচয়ের মাদক কারবারে জড়িত দিন ইসলাম (৩০)কে বিপুল পরমিাণ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ইয়াবা পাচারকালে এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দেয়। জীবন বাঁচাতে দিন ইসলাম পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে।পরে পুলিশ এসে তাকে ইয়াবাসহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, অভিযুক্ত দিন ইসলাম কসবা উপজেলার শিমরাইল গ্রামের সফিক মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে কখনো এনএসআই কর্মকর্তা, কখনো ডিবি পুলিশ, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় অপকর্ম চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার লেশিয়ারা গ্রামে মাদক পাচার কালে তাকে স্থানীয় লোকজন গণধোলাই দেয়। এ সময় জীবন বাচাঁতে দৌড়ে গিয়ে একটি পুকুরে ঝাপ দেয়। খবর পেয়ে কসবা থানা পুলিশ লেশিয়ারা গ্রাম থেকে তাকে আটক করে কসবা থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তাকে আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ মহান পেশার পরিচয় দিয়ে দিন ইসলাম কুলশিত করেছ। দিন ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয়ে মাদক ব্যবসা করে আসছিলো। সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে একাধকি মামলা রয়েছে।ইয়াবাসহ স্থানীয় লোকজন তাকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।