গ্রেনেড হামলায় তারেক রহমানের ফাঁসির দাবিতে কুমিল্লায় সমাবেশ

এমদাদুল হক সোহাগ

২০০৪ সালের ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার দায়ে বিএনবির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ফাসির দাবিতে কুমিল্লায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুমিল্লা নগরীর নজরুল অ্যাভিনিউ কান্দিরপাড়ে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. আনিসুর রহমান মিঠুর সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এতে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী জিয়াউল হক মুন্না, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি পারভেজ হানিফ, জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মেদ, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল, কুমিল্লা সরকারী কলেজ ছাত্রীগের সাবেক সাধারন সম্পাদক ফরহাদ মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন রেজভী, 14 নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হেলাল আহাম্মেদ, জগন্নাথপুর ইউ আওয়ামীলীগ প্রচার সম্পাদক রবিউল হাসান রবী, সাবেক ছাত্রনেতা মাসুদ নোমানী, জসিম উদ্দিন , ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা দিপ চক্রবর্তী , কামরুল হাসান সৈকত, মিনহাজ হোসেন তুরাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা অর্নব সিংহ রায়, ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রনেতা আরিফুর রহমান শিশির প্রমূখ

আনিসুর রহমান মিঠু তাঁর বক্তব্যে বলেন, ২১শে আগস্ট ২০০৪ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেস্টা করতে গিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়েছিলো তারেক রহমান গংরা। আদালতের রায়ে বাংলাদেশের মানুষ সন্তুষ্ট নয়। মূল পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষক তারেক রহমানের ফাঁসি না হওয়া মেনে নেয়া যায়না। তিনি আশা প্রকাশ করেন হাইকোর্টের রায়ে তারেক রহমানের ফাঁসির রায় আসবেই এবং এ রায় বাংলার মাটিতে কার্যকর হবেই ইনশাআল্লাহ্‌।

Post Under