দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২১ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্নিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
এনটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলামকে পুলিশ সুপার মিলন মাহমুদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
আরো পড়ুনঃ
এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সহকারী পুলিশ সুপার মনীষ দাস, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশ, মির্জা জাকির, লক্ষণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াদ ফেরদৌস, ডিআইও-১ মনিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ হাসান খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, বর্তমান সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, মোহনা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, নিউজ টুয়েন্টিফোরের চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকার, এসএ টিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, ডিবিসি নিউজের প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, বাংলা টিভির প্রতিনিধি রহমান রুবেল, এখন টিভির সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিদয়, দৈনিক ইলশেপাড়ের বার্তা সম্পাদক এস এম সোহেল, চাঁদপুর প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলমগীরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, সময়ের সাথে আগামীর পথে শ্লোগান নিয়ে এনটিভি দেশের সফল গণমাধ্যম। এনটিভি শুরু থেকে নিরেপক্ষতা বজায় রেখে সর্বমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এত চ্যানেলের ভিড়ে এনটিভি এখনো দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। বিভিন্ন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নন্দিত একটি গণমাধ্যমে পরিণত হয়েছে। আগামীতেও অনিয়ম-দুর্নীতির পাশাপাশি সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।