শেখ মো. কামাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিকারপুর মদ্দিবাড়ী নিবাসী, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব, প্রফেসর খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এর ঘনিষ্ট সহচর, আস-সুন্নাহ ট্রাস্টের অন্যতম ট্রাস্টি শায়খ ড. আ স ম শোয়াইব আহমাদ ভূইয়া গত ৬ জুন ঝিনেদাহ হতে ঢাকা যাওয়ার পথে ইছা-খাদা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পতিত হন।
আরো পড়ুনঃ
মাগুরা সদর হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিৎসার জন্য তাকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্ট এ চিকিৎসা দেয়া হয়। গত ১০ জুন শনিবার রাত সোয়া ১১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি …..রাজিউন। ১১ জুন রবিবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাযে জানাযা শেষে দক্ষিণ মৌড়াইল কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাযায় খোন্দকার আবদুল্লা জাহাঙ্গীর এর পুত্র খোন্দকার ওসামা, ইবি এর অধ্যাপকবৃন্দ, ছাত্র-অভিভাবক, এলাকাবাসী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাঁর জানাযায় ইমামতি করেন স্বীয় পুত্র হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।