ঢাকার জাতীয় নাট্যশালায় ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাটক “যখন বৃত্তের বাইরে” মঞ্চায়ন

দক্ষিণ-পূর্ব বাংলার অন্যতম শ্রেষ্ঠ  শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র এবং কুমিল্লার অন্যতম নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ( ভিসিটি’র) সাফল্যের অর্জন যেন দিন দিন বেড়েই চলছে। উক্ত নাট্য সংগঠনটি দেশ ও দেশের বাহিরে মঞ্চনাটক করে দেশের এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সুনাম বয়ে আনছে।

প্রতিবছর এই সংগঠনটি তাদের অর্জনের ধারাবাহিকতা বজায় রাখছে। ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের এত সাফল্য দেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী স্বয়ং নিজেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে এসে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের মহড়া কক্ষটি পরিদর্শন করে  যান, সংগঠনটির নাটক প্রদর্শনী দেখেন এবং নাট্যকর্মীদের সাথে মতবিনিময় করে যান। সাফল্যের ধারাবাহিকতায় গত ০৩ মার্চ ২০২৪ইং, রবিবার,  বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হয় ভিসিটি’র নাটক “যখন বৃত্তের বাইরে”। নাটকটি দেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সহ সকল দর্শক প্রশংসা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকটির

নাট্যরূপ দেন স্বপন ভট্টাচার্য। ভিসিটির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, কমলাঃ ফারহানা আহমেদ, সরলাঃ মেঘা পাল, কাকি মাঃ খাদিজা আক্তার, কাকামনিঃ মোঃ রুবেল হোসেন, পঞ্চবটীঃ মোঃ সাব্বির আহমেদ, জামাইঃ লিটন মিয়া, গজাঃ ফয়েজ আহমেদ, বৌদিঃ ইশিতা ইশরাত, মধু মোল্লাঃ অনিক দেব, গাজীঃ সাব্বির আহমেদ সাব্বু, কালুঃ রোবায়েত অপি, হবির খাঁঃ এনামুল হক, ঠাকুর মশাইঃ হাসিবুল ইসলাম, করিমঃ পৃথুল দাস, শরাফতঃ মাকসুদা সুলতানা, কোরাসঃ সিনথিয়া, দীপিতা রায়, উম্মে মারিয়া, দুর্লভ সাইফুল।

সরলার জামাইঃ হাবিবুল বাশার, পালকি বাহক শাহীন ফারুক, সাগর বর্মন। নাটকটির নেপথ্যে প্রযোজনা অধিকর্তাঃ পৃথুল দাস। শিল্প  নির্দেশনাঃ মোঃ আশিকুর রহমান শিশির। সহযোগী নির্দেশনাঃ মোঃ রুবেল হোসেন। সহকারী নির্দেশকঃ লিটন মিয়া, পোশাক  সরবারহঃ এনাম চৌধুরী। পোশাক পরিকল্পনাঃ মাহমুদা হক অর্পা, দীপিতা রায়, প্রপস পরিকল্পনাঃ নিপা মজুমদার, আয়েশা আক্তার,রুনা। সেট ব্যবস্থাপনাঃ হাসিবুল ইসলাম। মিউজিকঃ ফয়সাল আহমেদ। রূপসজ্জাঃ মেঘা পাল। আলোকসজ্জাঃ রনি দত্ত। প্রযোজনা উপদেষ্টাঃ জিতেন্দ্রনাথ তরফদার, বিষ্ণুপদ সরকার, মোঃ আল-আমিন, খায়রুল বাশার বাঁধন, সোহাগ মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান ।

Post Under