ধর্ষণের প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল কুমিল্লা

গ্রেটার কুমিল্লা:
নোয়াখালী সহ সারা দেশব্যাপী ধর্ষণ, যৌন হয়রানি, হত্যা ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ফুসে উঠেছে কুমিল্লার জনগণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাধারণ নারী পুরুষ প্রতিবাদ ও বিক্ষোভে অংশগ্রহণ করেছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় কুমিল্লা নগরীর পূবালী চত্বরে বিভিন্ন স্থান থেকে প্রতিবাদকারীরা একত্রিত হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে। টাউনহল মাঠের গেটের সামনেও ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা।

নোয়াখালীর গৃহবধূকে বিবস্ত্র করে যৌন নির্যাতন, সিলেটের এমসি কলেজে তরুণীকে গণধর্ষন, কুমিল্লায় বাসে ও কোচিং সেন্টারে ধর্ষণ সহ সারা দেশের বিভিন্ন সময়ে আলোচিত ন্যাক্কারজনক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার বিচার চেয়ে বক্তব্য রাখেন বিক্ষোভকারীরা।

এসময় বিক্ষোভ সমাবেশ থেকে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড ও দ্রত নিষ্পত্তি করার দাবি জানানো হয়। ধর্ষণ ও ধর্ষক মুক্ত সমাজ ও বাংলাদেশের দাবিতে স্লোগান দেয়া হয়। নিরাপত্তার দাবি জানানো হয়।

Post Under