এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতেরা হলেন উপজেলা সদরস্থ পৌর এলাকার ভোলাচং গ্রামের বাবর আলীর পুত্র প্রবাসী হোসেন মিয়া (৪২) এবং
উপজেলার রতনপুর গ্রামের মৃত কালাম মিয়ার পুত্র সজীব মিয়া ওরফে সুজন (৪০)।পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের পূর্বপাড়ার হাওলাদারের পুকুর পাড়ে বাঁশ বাগানের কাছে বৃহস্পতিবার সকালে সুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সজিব মিয়া ওরফে সুজনের মাথায় কোপের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটিকে বাঁশ বাগানের কাছে ফেলে রাখে। অপরদিকে বুধবার রাতে পৌর এলাকার ভোলাচং গ্রামে শ্বাশুড়ির পাতিলের আঘাতে আহত হন একই গ্রামের বাবর আলীর পুত্র প্রবাসী হোসেন মিয়া। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে হোসেন মিয়ার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে জানান, ‘ময়না তদন্ত প্রতিবেদন পাবার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তাছাড়া নিহতদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে গ্রহণ করা হবে যথাযথ আইনানুগ ব্যবস্থা।