এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা বীর চন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনকে (টাউনহল) ভেঙ্গে নতুন নান্দনিক ও আধুনিক টাউনহল কমপ্লেক্স নির্মানের দাবিতে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় বিশাল মানববন্ধন করেছে কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। এসময় তারা ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় দাড়িয়ে নতুন টাউনহল কমপ্লেক্স নির্মানের পক্ষে মতামত জানিয়ে বক্তব্য রাখেন।
এদিকে টাউনহল মিলনায়তন প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ হবে কি হবেনা সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির গণশুনানীর প্রতিনিধিদল টাউনহল মাঠের মুক্তমঞ্চে গণশুনানী গ্রহণ করেন। ওই গণশুনানীতেও ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির পক্ষ থেকে সকল ব্যবসায়ীদের গণস্বাক্ষর সম্বলিত লিখিত দাবি মতামত বক্সে জমা দেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নুরে আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মো: মঞ্জুরুল আলম ভূইয়া, উপদেষ্টা বেলায়েত হোসেন কনক, সহ সভাপতি মো: জাকির হোসেন, সহসভাপতি মো: সেলিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুম আলম পলাশ, সদস্য জাকির হোসেন, আবদুর রব ভূইয়া লিটন, গিয়াস উদ্দিন প্রমুখ।