নাসিরনগরে “প্রাণিসম্পদ প্রদর্শনী”

আজিজুর রহমান চৌধুরী
জেলার নাসিরনগর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় “প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১” উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৫ই জুন, শনিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মুখে চেয়ারম্যান মাঠে “পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল হক, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, জেলা পরিষদ সদস্য মোঃ ফারুকুজ্জামান ফারুক, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল। সুদীপ্তা বিশ্বাস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ বশির আল হেলাল,কাজল জ্যোতি দত্ত, যুবলীগ নেতা রায়হান আলী ভূইয়া, ভানু চন্দ্র দেব, মোঃ মহিদুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবক লীগের নেতা নির্মল চৌধুরী, সাখাওয়াত হোসেন, জহির খানসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, খামারীগণসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। প্রধান অতিথি প্রথমে ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করার পর অতিথিদের সাথে নিয়ে উন্নত মানের গরু, ছাগল, হাঁস, মুরগী,কবুতরসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Post Under