নাসিরনগরে র‌্যাবের উপর মাদক ব্যবসায়ীদের হামলা, গ্রেফতার ৩

আজিজুর রহমান চৌধুরী:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় র‌্যাবের উপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনা হয়েছে। গত ২ জুন শুক্রবার রাতে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের এ ঘটনা ঘটে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ শায়েস্তাগঞ্জ এর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পর র‌্যাব এর উপস্থিতি টের পেরে মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র, লোহার রড ও রাম দা নিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা চালায়। এসময় র‌্যাবের এ,এস,আই বকুল হোসেন ও নায়েক তৌফিকুল ইসলাম মারাত্বক আহত হয়। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
এ ঘটনায় র‌্যাবের ডি এ ডি মোঃ হান্নান বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। রাতে অভিযান চালিয়ে ধরমন্ডল গ্রামের, মৃত ছায়েদ মিয়ার ছেলে মোঃআবু মিয়া ও মস্তু মিয়ার ছেলে মোঃবাহার মিয়া, মতি মিয়ার ছেলে মোঃসাত্তার মিয়া কে মাদক সহ গ্রেপ্তার করে। বাকী ৬ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। নাসিরনগর থানার অর্ফিসার ইনচার্জ (তদন্ত) আ স ম আতিকুর রহমান ও অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ১০০ গ্রাম হিরোইন ও ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Post Under