নাসিরনগর প্রতিনিধি:
নাসিরনগর উপজেলায় সারাদেশের ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। ১৭ মার্চ বুধবার উপজেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে অত্যন্তু শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন,সাবরেজিস্টার অফিস, সরকারি মহাবিদ্যালয়,স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, থানা অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ দীন ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাহার উদ্দিন চৌধুরী প্রমুখ । বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও ডকুমেন্টারি প্রদর্শনী, সকল প্রাথমিক / মাধ্যমিক / কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীদের দ্বারা প্রস্তুতকৃত দেয়ালিকা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দিরে প্রার্থনা করা হয়।