নাসিরনগর করোনা রোগীর মৃত্যু, এলাকায় রেড জোন

আজিজুর রহমান চৌধুরী:

নাসিরনগর করোনায় আক্রান্ত পল্লী চিকিৎসক মনতোষের মৃত্যুতে এলাকায় এক সপ্তাহের জন্য রেড জোন ঘোষণা করা হয়েছে। উপজেলার শ্যামপুর বাজারের ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক মনতোষ সরকার (৩৫) গত বুধবার দিবাগত রাত ১১ঃ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রোগ নির্ণয়ের পর পরই সে ঢাকা মহাখালী ডি.এন.সি.সি. হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২২এ জুন মনতোষের শরীরে করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় জানান সে ৫ দিন জ্বরে ভুগছিল। সম্ভবত তার বুকের ৭০ ভাগ সেল নষ্ট হয়ে গেছে।  প্রশাসন কর্তৃক তার লাশ শ্বশান ঘাট সংলগ্ন স্থানে দাফন করা হয়েছে। স্থানীয় প্রশাসন তার ব্যবসা প্রতিষ্ঠান শ্যামপুর বাজার সহ এলাকায় ৭ দিনের রেড জোন ঘোষণা করেন। এবং তার বাড়ির ৪টি পরিবারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নোয়াগাঁয়ের দিল্লিপ দাস (৪৩) মরণব্যাধি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ঢাকা ডি.এন.সি.সি. হাসপাতালে আইসিইউ’তে ভর্তি রয়েছে। তার অবস্থা আশংকাজনক। দিনমজুর দিল্লিপের পরিবারের পক্ষে সুচিকিৎসার জন্য ধনাঢ্য ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। পরিবারের বিকাশ মোবাইল নংঃ ০১৯৩৭-৭৬৮৫৬০।

Post Under