কাতিব হাসান মুরাদ, কুবি প্রতিনিধি:
বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আগামী এক বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা জুলাই) তাদের ২য় নির্বাচন এবং ১২ তম মাসিক সভার মাধ্যমে তাদের এই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর সম্মানিত চার্টার প্রেসিডেন্ট, ও লিও ক্লাব এডভাইজার; লায়ন মোঃ আজহার মাহমুদ পিএমজেএফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২১-২২ বর্ষের জন্যে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
কমিটিতে সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন লিও প্রণব চচক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে লিও সামিউল জিসান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটিতে আছেন, ইমিডিয়েট প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম, সহ-সভাপতিবৃন্দ লিও প্রবির দাস, লিও কাওসার হোসাইন ও লিও এরশাদ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) লিও মেহের নিগার আলম। জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট) লিও হেলাল উদ্দিন, ট্রেজারার লিও মাসুম বিল্লাহ,জয়েন্ট ট্রেজারার (এডমিন) লিও নিয়াজ আল মাসুম, জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) লিও তানভীর হোসাইন, টেইল টুইস্টার লিও লাবিবা ইসলাম, টেমার লিও মুনিরা আক্তার, চেয়ারপারসন (প্রজেক্ট ও ফান্ড রাইজিং) লিও আরিফা আক্তার তানজিনা, চেয়ারপার্সন ( ইউনিভারসিটির অন্যান্য ক্লাব লিয়াজো) লিও মিরাজ হোসাইন,চেয়ারপারসন(ব্রান্ডিং এন্ড প্রমোশন) লিও আবু তাহের,কো-অর্ডিনেটর(ইভেন্ট এন্ড প্রোগ্রাম) লিও সাদিয়া আফরিন, কো-অর্ডিনেটর(মিডিয়া এন্ড পাবলিক রিলেশনশিপ) মিনহাজুর রহমান ভুইঞা, কো-অরডিনেটর (ইন্টারন্যাশনাল রিলেশনশিপ) লিও সুরাইয়া সানজিদা, ডিরেক্টর(ইয়ুথ ডেভেলপমেন্ট) কাজী তামিম বিন আসাদ, ডিরেক্টর (মেম্বারশিপ ডেভেলপমেন্ট) আল আমিন, ডিরেক্টর (ইনফরমেশন এন্ড টেকনোলোজি) লিও নূর মোহাম্মদ, ডিরেক্টর(ওমেন লিডারশিপ ডেভেলপমেন্ট) ফারিয়া রহমান অমি ও ডিরেক্টর(ট্রেনিং এন্ড ওয়ার্কশপ) লিও জেসিয়া ইসলাম বন্যা।
উল্লেখ্য লিও ক্লাব অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২০ সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যপারে কাজ করে যাচ্ছে।