নিজস্ব প্রতিনিধি :
দৈনিক ফেনীর সময় এর ফেসবুক পেইজ হ্যাকড করেছে দুস্কৃতিকারীরা। ১১ মে সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে পেইজটি পত্রিকাটির টিমের নিয়ন্ত্রণে নেই। এ ঘটনায় মঙ্গলবার ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ২০০৯ সালের ১৭ জুন পত্রিকাটি প্রকাশের পর থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজ ‘দৈনিক ফেনীর সময়’ এর মাধ্যমেও দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই জনপদের বাসিন্দারা দেশের খবরাখবর জানতে পারেন। ১ লাখ ২১ হাজার লাইক ও প্রায় ১ লাখ ৩০ হাজার ফলোয়ার পেইজটিতে নিয়মিত পাঠক ছিলেন। পেইজ হ্যাকড হওয়ার বিষয়টি পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী ও ফেনী মডেল থানাকে অবহিত করা হয়েছে। এ পেইজ (https://www.facebook.com/dailyfeni) থেকে কোন মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর সংবাদ বা তথ্য প্রচার করলে এর দায় দৈনিক ফেনীর সময় কর্তৃপক্ষের নেই। এ ব্যাপারে পাঠকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো গেলো।