বরুড়ার শাকপুরে ডাকাতি করতে গিয়ে আটক চার

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
বরুড়ার শাকপুরে ডাকাতি করতে গিয়ে জনতা ও পুলিশের দুঃসাহসিক অভিযানে চার ডাকাত আটক হয়েছে। ১১ই ডিসেম্বর শনিবার ভোর রাতে শাকপুর পুরান বাজারস্থ কাচারী বাড়ীর পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর ডাকাতির করতে গেলে এলাকার জনসাধারণ টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেয়। ঘোষণা পেয়ে এলাকার সকল শ্রেণীর নারী পুরুষ এক সাথে ধাওয়া দিলে দুই ডাকাত আটক হয়। ঘটনার সাথে সাথে এলাকাবাসী পুলিশে ফোন দিলে টহল পুলিশ ক্ষনিকের মধ্যে উপস্থিত হয়ে আরো দুই ডাকাত কে আটক করে। পুলিশ-জনতার যৌথ পাহারায় মোঃ হৃদয় (৩২), পিতা-সালেম উদ্দিন, সাং- কড়িয়াইল, থানা -কিশোরগঞ্জ সদর, জেলা -কিশোরগঞ্জ, ২। শাকিল সিকদার (২৬), পিতা মৃত কালন মিয়া, সাং-বরপা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ৩। মোঃ মোস্তফা (৩৮), পিতা -মৃত এরশাদ, প্রকাশ এশু, সাং- কোরেশ, থানা-কচুয়া, জেলা- চাঁদপুর, ৪। মোঃ ইব্রাহীম (৩৫), পিতা- মোসলেম সিকদার, সাং-সোনাকান্দি, থানা-রায়পুরা, জেলা -নরসিংদী, বর্তমানে সাং-বরপা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ সহ মোট চার ডাকাত কে আটক করে। এদিন ডাকাতদের কাছ থেকে ০১টি সুইচ গিয়ার, ০৪ টি ছোরা, ০৪ টি এসএস পাইপ, ০৪ টি লোহার রড়, ০৪ টি মানকি টুপি ও ০১ টি পিকআপ উদ্ধার করা হয়েছে। এ সময় বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন গ্রেফতার পূর্বক বরুড়া থানার মামলা নং-০৬ , তারিখ-১১/১২/২০২১খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। উল্লেখ্য যে আসামি ইব্রাহিমকে উত্তেজিত জনতা কর্তৃক মারধর করার কারনে গুরুতর জখম প্রাপ্ত হওয়ায় তাহাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ছাড়াও ডাকাতদের সাথে থাকা একটি পিকআপ ব্যাপক ভাংচুর করে উত্তেজিত জনতা।

Post Under