বরুড়ায় ছয় নারী উদ্যোক্তার বিশেষ সম্মাননা

বরুড়া(কুমিল্লা)  প্রতিনিধি
বরুড়ায় শিক্ষা নারী উন্নয়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ অবদানের জন্য ছয় নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। ৬ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির আয়োজনে সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইকরামুল হকের সভাপতিত্বে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১(বরুড়া) ‘র ডিজিএম মোঃ জালাল উদ্দীন,ঝলম কলেজের প্রভাষক মাসুদ মজুমদার । সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়ার সঞ্চালনায় এদিন আরো উপস্থিত ছিলেন  সংগঠনের উপদেষ্টা পল্লী চিকিৎসক বিশ্বনাথ নন্দী,  সহসভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক রোটাঃ ওমর ফারুক, দপ্তর সম্পাদক মোঃ ইয়াছিন, সাংবাদিক গাজী মোঃ শরীফ উদ্দীন সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ।এদিন শিক্ষা নারী উন্নয়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ অবদানের জন্য ছয় নারী উদ্যোক্তা শাকিলা জামান,সায়মা সুলতানা,শিখা সুত্রধর,শিরিন আক্তার, লিমা দাস ও সালমা বেগম কে এই সম্মাননা প্রদান করা হয়।
Post Under