এমদাদুল হক সোহাগঃ
বর্ণিল আয়োজনে কুমিল্লা কলেজ দিবস ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ এলামনাই সোসাইটির আয়জনে শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন বিএমএ কুমিল্লার সভাপতি ডা. আব্দুল বাকী আনিস, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক।
শুরুতেই বকুল তলায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে দিবসের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি বাহার। পরে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলামনাই সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. গুলজার হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মহসিনুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন এলামনাই সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোঃ মাহফুজুর রহমান বাদল। সভাপতিত্ব করেন এলামনাই সোসাইটির সভাপতি ডা. মোঃ খালিদ ইবনে শহীদ খান রাসেল। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তারদের মিলনমেলা ঘটে। আলোচনা অনুষ্ঠান শেষে দুইজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা। বিতর্ক প্রতিযোগিতায় মেডিকেলের কৃতি তিন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।