কুমিল্লা প্রতিনিধি
মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে নিয়ে দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার নগরীর কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিটি ফর হিউম্যানিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন রনী।
ইউনিটি ফর হিউম্যানিটির উপদেষ্ঠা মোঃ শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা মোঃ আনোয়ার হোসেন, জি এম ফারুক বাবলু, সাফিয়া বেগম শেলী, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ তাহমিনা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জুনায়েদ আরাফাত অর্নব, মাহতাব, রাফি, সবুজ, শ্রাবণ, সামিয়া, শ্রাবন্তীসহ অন্যান্যরা।
ছবিঃ পুরুষ্কার বিতরন করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন রনী।