ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলনে আগের কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরীকেপুনরায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও আল মামুন সরকারকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলনে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে শনিবার (১২ নভেম্বর) বিকালে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এই কমিটি ঘোষণা করেন।
এসময় কমিটির এক নাম্বার সহ সভাপতি হিসেবে সাবেক মেয়র হেলাল উদ্দিন, দুই নাম্বার সহ সভাপতি হাজী হেলাল উদ্দিন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টুর নাম ঘোষণা করা হয়। কমিটির বাকি পদেরর নাম এক মাসের মধ্যেপুরন করে তা কেন্দ্রীয় কমিটির কাছে জনা দেয়ার জন্য বলা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী, এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধানঅতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি, উদ্ভোধক ছিলেনবাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা মাহবুবউল আলমহানিফ, এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. কামরুল ইসলাম, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ওসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলীমো. আব্দুস সবুর ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন সুলতানা কল্পনা।