ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

 

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাজুড়ে বইছে নির্বাচনী জোয়ার। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে জোরেশোরেই চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। অনেকটা উৎসব আমেজ বিরাজ করছে মানুষের মাঝে। এরই মাঝে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। জনমনে ছড়াচ্ছে উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্ক।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার ডাকবাংলো মোড়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবিরের নির্বাচনী কার্যালয়ে ঘটে এই ককটেল বিস্ফারণের ঘটনা। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে ডাকবাংলো মোড়ের নির্বাচনী অফিসটিকে টার্গেট করে ফ্লাইওভারের উপর থেকে ছুড়ে মারা হয় দু’টি ককটেল। একটি ককটেলের বিস্ফোরণ ঘটলেও অপরটি অবিষ্ফোরিত থাকে। ককটেল বিস্ফারণের বিকট শব্দে আশপাশের লোকজন এদিক ওদিক ছুঁটতে থাকে। তবে কেউ হতাহত হয়নি। এই ঘটনার পর স্থানীয় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্কাবস্থা দেখা দেয়। নির্বাচনের আরো বাকি ১০ দিন। এমনি সময়ে এহেন ঘটনায় সচেতন মহল উদ্বিগ্ন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মো. আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি ককটেল উদ্ধার করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Under