ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৯৪ জন সহ মোট ৮৮৭ জন করোনায় আক্রান্ত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমাগতভাবে বাড়ছেই করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯৪ জন হয়েছেন সংক্রমিত। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৮৭ জনে উন্নীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) ঢাকা থেকে আসা রিপোর্টে ৯৪ জনের করোনা পজেটিভ আসে। নতুন করে করোনায় আক্রান্তরা হলেন সদর উপজেলায় ৩০ জন, সরাইল উপজেলায় ২০ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬ জন, নবীনগর উপজেলায় ১৪ জন, আখাউড়া উপজেলায় ছয়জন, নাসিরনগর উপজেলায় চারজন, কসবা উপজেলায় দুইজন,
বিজয়নগর উপজেলায় একজন এবং আশুগঞ্জ উপজেলায় একজন। আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন শতাধিক। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এদিকে জেলার তিন উপজেলার তিনটি পৌরসভার ১০টি ওয়ার্ডকে ‘রেড জোন’ চিহ্নিত করে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু লকডাউনের আওতায় আনা হলেও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়ম মানছেন না সাধারণ মানুষ। কোনো কোনো জায়গায় রাতের আঁধারে সরিয়ে ফেলা হয়েছে সড়কের উপর দেয়া প্রতিবন্ধকতা। এ নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘নতুন করে জেলায় আক্রান্তদেরকে আইসোলেশনের নেয়ার প্রক্রিয়া চলমান।’

Post Under