এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শফিউল আলম লিটন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলসহ প্রায় সবক’টি পদেই আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়মী আওয়ামী আইজীবী পরিষদের প্যানেল বিজয়ী হয়েছেন। ১১ টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাত্র তিনটি পদে জয়লাভ করেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে নির্বাচনী বোর্ড ১১ সদস্য বিশিষ্ট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত শফিউল আলম লিটন ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এ.কে.এম কামরুজ্জামান মামুন পেয়েছেন ২২৯ ভোট। সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত মো. মোখলেছুর রহমান (১) ২৮৮ ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহাদ আহম্মদ পেয়েছেন ২০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মো. মফিজুর রহমান (বাবুল) ৩৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মো. হানিফ মিয়া পেয়েছেন ১৪৯ ভোট। সম্পাদক (প্রশাসন) পদে বিএনপি সমর্থিত মো. আরিফুল হক (মাসুদ) ৩২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আক্কাস আলী পেয়েছেন ১৯৮ ভোট। সম্পাদক (লাইব্রেরি) পদে আওয়ামী লীগ সমর্থিত মো. জাকির হোসেন (৪) ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুবক্কর সিদ্দিক (বাবর) পেয়েছেন ২২৭ ভোট। সম্পাদক (অডিটর) পদে আওয়ামী লীগ সমর্থিত মো. জাকারিয়া ২৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকির হোসেন (রাসেল) পেয়েছেন ২০৭ ভোট। সাধারণ সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত মো. মোজাম্মেল চৌধুরী (কিশোর) ৩৪৩ ভোট, মো. মোশারফ হোসেন (সামি) ৩২৫ ভোট, বিএনপি সমর্থিত মোহাম্মদ আবদুল আজিজ খান ৩৩১ ভোট এবং আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ ফরহাদ হোসেন ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে সম্পাদক (কল্যাণ ও সংস্কৃতি) পদে একাধিক প্রার্থী না থাকায় আওয়ামী লীগ সমর্থিত মো. রাশেদ হাজারি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার পর আইনজীবীরা উৎসবমূখর পরিবেশে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল বিকেল পাঁচটা নাগাদ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৫৪৫ জন সদস্য আইনজীবীর মধ্যে ৫২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে নির্বাচন অফিসারের দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট সঞ্জিব কুমার দেবনাথ নিশ্চিত করেন।