লিবিয়ার বন্দর শহর খুমসের উপকূলে সম্প্রতি নৌকাডুবিতে ৫৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৭০ জনে।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল অরগানিজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। খবর আনাদোলুর।
আইওএম জানায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে লিবিয়া উপকূলে ৫৭ জনের মৃত্যু সর্বশেষ মর্মান্তিক ঘটনা। এদের মধ্যে ২০ নারী ও দুই শিশু রয়েছে।
আইওএম মুখপাত্র পল ডিলন বলেন, স্থানীয় জেলে ও লিবিয়ার কোস্টগার্ড পানি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে।
প্রাণে বেঁচে যাওয়া এসব ব্যক্তি আমাদের স্টাফকে বলেছে, এ নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিখোঁজ রয়েছে।
লিবিয়ায় থাকা আমাদের স্টাফরা উদ্ধার হওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা, খাদ্য, পানি দিয়েছে। তারা নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার নাগরিক।
২০২১ সালের এ পর্যন্ত ভূমধ্যসাগর রুটে এ নিয়ে প্রায় ৯৭০ পুরুষ, নারী ও শিশু প্রাণ হারালো।