নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে ২০২১ সালে কুমিল্লা জেলার আওতাধীন এস.এস.সি ও সমনান পরীক্ষায় উত্তীর্ণ ২২৭ জন এবং এইচ.এস.সি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৯০ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান। আরো বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মাঈন উদ্দিন।