জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে মিশিগানের ডেট্রয়েট শহরে চলমান বিক্ষোভের দায়িত্বরত সাংবাদিকদের নির্যাতনের অভিযোগে পুলিশের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২০ জুন ডেট্রয়েট পুলিশ সার্জেন্ট নিকোল কিরকউড জানিয়েছেন, এম লাইভের সাংবাদিক নির্যাতনের ঘটনায় ডেট্রয়েট পুলিশের প্রধান জেমস ক্রেগ পুলিশের একজন কর্মকর্তাকে ১০ জুন বরখাস্ত করেছেন।
এম লাইভের খবরে বলা হয়, গত ৩০ মে মধ্যরাতে বিক্ষোভ শেষে কেনেডি স্কয়ারের কাছে তিনজন সাংবাদিককে পুলিশ পথে থামিয়ে দেয়। তাঁরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।
তবে ডেট্রয়েট পুলিশ সার্জেন্ট নিকোল কিরকউড জানিয়েছেন, বিষয়টি এখনো তদন্তাধীন। সাংবাদিক নির্যাতনসহ পুলিশের বিরুদ্ধে অন্তত ১২টি ঘটনার ডেট্রয়েট পুলিশ বিভাগের তদন্ত কমিটি দিয়ে তদন্ত চলছে।
ডেট্রয়েট পুলিশের কমিশনার উইলি বার্টন বলেন, পুলিশের বিরুদ্ধে এ পর্যন্ত ১৩টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর অর্ধেকের বেশি অভিযোগ পুলিশের শক্তি প্রয়োগকে কেন্দ্র করে।
ডেট্রয়েট পুলিশ সূত্রে জানা গেছে, জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের সময় ডেট্রয়েটে রাতে কারফিউ জারি করা হয়। সে সময় প্রথম পাঁচ রাতে ৪২১ জনকে গ্রেপ্তার করা হয়।
ডেট্রয়েট পুলিশের প্রধান জেমস ক্রেগ বলেছেন, বিক্ষোভের সময় পুলিশ কর্মকর্তাদের ওপরও হামলা চালানো হয়েছিল। তবে কোনো পুলিশ অফিসার যদি আচরণের সীমা লঙ্ঘন করেন, তা বরদাশত করা হবে না।
এদিকে ২০ জুন ডেট্রয়েটের হার্ট প্লাজায় কয়েক শ প্রতিবাদকারী জড়ো হয়ে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।