দেলোয়ার হোসেন জাকির
বাংলাদেশ যুব মহিলা লীগ কুমিলা মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) কুমিলা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের মাধ্যমে ৮১ সদস্য বিশিষ্ট মহানগর যুব মহিলা লীগের কমিটি অনুমোদন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিলা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল।
সাংগঠনিক অধিবেশনে যুব মহিলা লীগ কুমিলা মহানগর শাখার সভাপতি তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক উন্মে লিজাসহ ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করেন অধিবেশনের সভাপতি অধ্যাপক অপু উকিল। এর আগে কুমিলা মহানগর আওয়ামীলীগ কার্যালয় প্রঙ্গনের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের কার্যক্রম শুরু হয় এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সম্মেলনের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, জাতির পিতার কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশে^ মাথা উচু করে দাড়িয়েছে। অর্থনীতিতে বাংলাদেশ আজ সাবলম্বি, কৃষি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ সকল সূচকে এশিয়াতে এগিয়ে রয়েছে।
সম্মেলনের উদ্বোধক করে বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশে^ রোল মডেল, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাংঠনিক সম্পাদক জাকিয়া সৃজনী শিউলী। বক্তব্য রাখেন, সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ, বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক নাদিরা পারভিন লাকি, সাংগঠনিক সম্পাদক জেসমিন শামিমা নিঝুম, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নিলুফার রহমান, সাংস্কৃতিক সম্পাদক মেহের নাজ নাহিদ, আইন বিসয়ক সম্পাদক এড. সোহানা জেসমিন।