গ্রেটার কুমিল্লা:
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেও নগরীর রেইসকোর্স এলাকায় রোববার ভয়াবহ যানজট দেখা দেয়। এতে করে ভোগান্তিতে পড়েন যানবাহন চালক ও জনসাধরণ। অবৈধ পার্কিং, বিশৃঙ্খলা এবং সড়কের দক্ষিণ পাশে নালার নির্মান কাজ চলার কারনে মূলত যানজট সৃষ্টি হয়েছে বলে দাবি করেন ওই এলাকার লোকজন। তবে, ট্রাফিক পুলিশ সেখানে দাড়িয়ে থেকে যানজট নিরসনে কাজ করতে দেখা যায়।
রবিবার সকাল সাড়ে দশটায় ঢাকা চট্টগ্রাম পুরাতন ট্রাঙ্ক রোডের ওই ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশলাইন এসএ বারী মার্কেটের সামনে থেকে যানবাহনের দীর্ঘ লাইন লেগে আছে। অপরদিকে শাসনগাছা রেল ওভারপাসেও আটকা পড়ে আছে যানবাহন। নিশা টাওয়ারের পশ্চিমপাশে সড়কের উত্তরপাশে একটি কাভার্ডভ্যান সড়কের উপর পার্কিং করে মালামাল আনলোডিং করছেন।
তাছাড়া, নালার কাজ চলার কারনে রিকশা, মোটরসাইকেল সড়কের দক্ষিণ পাশে অবৈধ পার্কিং করার কারনে সড়ক সরু হয়ে যান চলাচল কিছুটা আটকে যায় যার কারনে মূলত যানজট সৃষ্টি হয়। অপরদিকে, নিশা টাওয়ারের আরেকটু পূর্বপাশে সড়কের দক্ষিণপাশে পার্কিং করে রাখা সিএনজি চালিত অটোরিক্সা থেকে ফল দোকানের মালামাল নামাতে দেখা যায়।
এছাড়াও, অদক্ষ চালকদের আগে যাওয়ার প্রতিযোগিতামূলক ড্রাভিংও দেখা যায়।
পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘন্টা সময় লাগে।