র্যাব-১১ এর সিপিসি-২, কর্তৃক কুমিল্লার সদর দক্ষিন হতে ট্রাকে অভিনব পদ্ধতিতে লুকিয়ে তিন হাজার নয় শত পিস ইয়াবা পাচারকালে মো: রাসেল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ী গ্রামে। তাঁর বাবার নাম মো: রাশেদ মিয়া। এসময় ট্রাকটিও জব্দ করে র্যাব।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল১০ আগস্ট ২০২০ইং তারিখ সকাল বেলায় কুমিল্লা জেলারসদর দক্ষিন থানাধীন উপজেলা মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে চট্টগ্রাম হতে ঢাকাগামী সন্ধিগ্ধ একটি ট্রাক তল্লাশী করে গাড়ীর বনেট এর ভিতরে মোট ৩,৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে অভিনব কৌশলে ট্রাকে লুকিয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন।